• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী চাচা শহীদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

জামালপুরের সরিষাবাড়ীতে ৫৭দিন পর ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৫ ফেব্রুয়ারী) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজি স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদুল ইসলামএর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী।

উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আব্দুস সবুরের পুত্র শহীদুল ইসলাম শহীদ (৪২) তার ১৬ বছর বয়সী ভাতিজী দশম শ্রেণীর শিক্ষার্থীর দিকে কু-নজর দেয়। গত বছরের ৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় ভাতিজী প্রকৃতির ডাকে বাইরে বের হলে চাচা শহিদ ভাতিজীর মুখে গামছা বেধে বাঁশ ঝাড়ের নিচে সরিষার খেতে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন। মামলা নং : ২০/২৮৩।

ভিকটিমের বাবা শামছুল হক জানান, আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে তা বলতে পারব না। ১৪ তারিখে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল কিন্তু রেকর্ড নেয় নাই। পরে বিভিন্ন চাপে ২৯ তারিখে ডেকে নিয়ে আবারো অভিযোগ নিয়ে মামলা রেকর্ড করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী সংবাদমাধ্যমকে জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।