• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় যৌতুকের বলি হলেন গৃহবধূ: স্বামীসহ শশুর-শাশুড়ী আটক

শেরপুরের নকলায় যৌতুকের বলি হলেন গৃহবধূর সাজেদা খাতুন (২০)। সে ৪ মাস বয়সী এক সন্তানের জননী। মারপিট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে স্বামী, শশুর ও শাশুড়ীকে।

শনিবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের খিচা এলাকায় হামিদুল ইসলামের বাড়ী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে নকলা থানা পুলিশ। নিহত সাজেদা খাতুন উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি এলাকার সাজু মিয়ার মেয়ে।

নিহতের বাবা সাজু মিয়া বলেন, দুই বছর আগে আমার মেয়ে সাজেদা খাতুনকে বিয়ে দিয়েছিলাম নকলা উপজেলার উরফা ইউনিয়নের খিচা এলাকার হামিদুল ইসলামের সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে জামাই হামিদুল, শশুর জমির উদ্দিন ও শাশুড়ী রহিমা বেগম। হামিদুলও বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার কাছে টাকা চাইত। মেয়ের সুখের কথা ভেবে ১ লাখ টাকা দেই। পরে তারা আরো ৫০ হাজার টাকা চায়। আমি দিতে ব্যার্থ হই। আমি টাকা না দিলে তারা আমার মেয়েকে বিভিন্ন ভাবে মানসিক ও শারিরীক নির্যাতন করত। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে সাজেদা শশুর বাড়ি থেকে আমার বাড়ি চলে আসে। পরে আমার বিয়াই জমির উদ্দিন গতকাল শুক্রবার আমার মেয়েকে আনতে আসে। আমি মেয়েকে বলি তোর শশুর আসছে বাড়ি চলে যায়। পরে বিয়াই বলে ৫০ হাজার টাকা দিতে হবে যৌতুক। না দিলে বাড়িতে আপনার মেয়ে কিন্তু সুখে থাকতে পারবে না। আমাকে ৫০ হাজার টাকা দিতে পারেন না, তাহলে ছোট মেয়েকে বিয়ে দিছেন তার টাকা কোথায় পেলেন। আমি আমার মেয়েকে বলি থাক যেতে হবে না শশুর বাড়ি। পরে মেয়ে সাজেদা বলে থাক বাবা আমি যাব দেখি টাকার জন্যতো আর আমাকে মেরে ফেলতে পারবে নাতো। পরে শশুরের সাথে চলে আসে। আজ শনিবার সকাল ৮টার সময় শুনি আমার মেয়ে মারা গেছে। সে অসুস্থ্য ছিল না। আর অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নিতো বা আমাকে সংবাদ দিতো। কিন্তু কেউ আমাকে বা আমার পরিবারকে জানায়নি। তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমি উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে নকলা থানা ওসি মোঃ আব্দুল কাদের মিয়া বলেন, গৃহবধূর সাজেদা খাতুনের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ তাকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবদের জন্য ওই গৃহবধূর স্বামী, শশুর ও শাশুড়ীকে আটক করেছি। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।