• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে মাঠে থাকবে কোস্টগার্ড : ডিজি

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড। এ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে কোস্টগার্ড সদস্যরা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে কোস্টগার্ড। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে। উপকূলীয় যেসব এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুকূলে রয়েছে।

২ জানুয়ারি মঙ্গলবার খুলনার দাকোপে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন কন্টিনজেন্টের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।

এসময় কোস্টগার্ডের উপমহাপরিচালক কমডোর মো. রাশেদ সাত্তার, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কিবরিয়া হক, কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক (অপারেশন্স) ক্যাপ্টেন ফাইয়াজ আহমেদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডিং অফিসার কমান্ডার শেখ ফখর উদ্দিন, দাকোপ উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোস্টগার্ড কন্টিনজেন্টের কর্মকর্তা কমান্ডার খালিদুল ইসলাম, কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীনসহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের নিমিত্তে মোবাইলস্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।