• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে ট্রেন ও বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ৪ আহত ৬

ময়মনসিংহের শহরতলীতে রেললাইনে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়নো ছিল বলে জানা গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিং এই দুর্ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার (ওসি) মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিংয়ে এসে পৌঁছালে রেললাইনে উঠে পড়া বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা অজ্ঞাত ৪ যাত্রী নিহত হয়েছেন।

এছাড়াও এ দুর্ঘটনায় আহত ৬ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।