• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে গৃহবধুর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবী করায় ৪ যুবক গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে গৃহবধুর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবী করায় পর্ণোগ্রাফি মামলায় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল সাতপোয়া ইউনিয়নের চর দাশের বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর দাসেরবাড়ী গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ সোহাগ মিয়া (১৯), মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ রুকনুল ইসলাম রুকন (২৩), কুব্বাত আলীর পুত্র সাহেদুল ইসলাম আল আমিন (৩০) ও মোঃ আঃ ছবুর এর পুত্র মোঃ সৌরভ হোসেন (১৮)। এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলে জানাগেছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, সৌদিআরব প্রবাসী মোঃ সুজন মিয়ার স্ত্রীর বসত ঘরের পাশে বাথরুমে গোসল করার সময় একদল লম্পট নগ্ন অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরে এক লাখ টাকা চাঁদা দাবী করে সুজনের পুত্র মোঃ তারেক রহমান (১৫)এর মেসেঞ্জারে ভিডিও পাঠিয়ে দেয়। চাঁদা না দিলে নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দেয়ার হুমকী দেয়। উপায়ান্তর না দেখে সুজন মিয়ার স্ত্রী সরিষাবাড়ী থানায় এসে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে ২০১২ সনের পর্নোগ্রাফি আইনে ৮(১), ৮২), ৮(৩) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। যার মামলা নং-১৩, তারিখ- ২৩/১২/২৩ইং।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মামলাটি তদন্তাধীন ও পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।