• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে পুলিশি অভিযানে ইয়াবা ও গাজাসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার- ১১

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের সাড়াশি অভিযানে ২৫পিছ ইয়াবা সহ ১ জন, ৫শত গ্রাম গাজা সহ ২ জন এবং অন্যান্য মামলায় ৮জন সহ মোট ১১ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

২৫পিছ ইয়াবা সহ গ্রেপ্তারকৃত কাঠ ব্যবসায়ী মো. ইদ্রিছ আলী(৫০) উপজেলার মোল্লাপাড়ার গ্রামের মৃত আঃ আজিজের ছেলে। ৫শত গ্রাম গাজা সহ গ্রেপ্তারকৃতারা হলো ফাকরাবাদ গ্রামের মোজাফফর আলীর ছেলে মো.আক্তার হোসেন (২৮)এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) সহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৮জন।

থানার সুত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা,গাজা সহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও গাজা সহ গ্রেপ্তারকৃত ৩ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং ৮ ব্যক্তিকে সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে শনিবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।