• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

কেন্দুয়ায় ট্রাক প্রতীকের সমর্থকদের উপর নৌকার সমর্থকদের হামলায় আহত—১২, তীব্র উত্তেজনা

নেত্রকোনা—৩ (কেন্দুয়া—আটপাড়া) আসনে কেন্দুয়ার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে প্রতীক বরাদ্দের দিন রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর ট্রাক প্রতীকের সমর্থকদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

এ ঘটনার পর কেন্দুয়া সদরে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল হয়। নৌকার সমর্থকরা সশস্ত্র অবস্থান নিলে মার খেয়ে ট্রাক সমর্থকরা নিরাপদে দুরত্বে অবস্থান করে। উভয় পক্ষে তীব্র উত্তেজনা বিরাজ ও থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন মূহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এহেন অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ শান্তিকামী ভোটাররা। অন্যথায় সুষ্ঠু ভোটের পরিবেশ ব্যাহত হওয়ার আশংকা দেখা দিতে পারে। এ ব্যাপারে একটি মামলার দরখাস্ত দেয়া হয়েছে বলে কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক জানান।

নৌকার সমর্থকদের হামলায় আহতরা হলেন— কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের যুগ্মআহবায়ক রাফিত হোসেন বিজয়, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম বাদল, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর যুবলীগ নেতা আলাল মিয়া, কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন খান পাঠান, আয়োয়ার ও সাগর মিয়া প্রমূখ।

এলাকাবাসী জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রার্থীদের জন্য নির্বাচন উন্মুক্ত করার পর প্রায় প্রতিটি আসনেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের নেতাগণ নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। এর সাথে সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাঁধা না দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা—৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলের বিপরীতে সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু রবিবার ট্রাক প্রতীক পান। প্রতীক প্রাপ্তির পর পিন্টুর সমর্থক কেন্দুয়াতে মিছিল করে। কেন্দুয়ার মাসকা ইউনিয়নে উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদের নেতৃত্বে ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর মিছিল এবং একই সময় মাসকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাম বাঙালির নেতৃত্বে অসীম কুমার উকিলের মিছিল বের হয়। এক পর্যায়ে সালাম বাঙালি আপেল মাহমুদের উপর হামলা করে। আপেল মাহমুদসহ আরো কয়েক জন পিন্টুর কর্মীর ওপর হামলা হয়। এরপর আহত পিন্টুর কর্মীগন আদমপুর হাসপাতালে চিকিৎসার জন্য যান। এই ঘটনার প্রেক্ষিতে অসীম কুমার উকিলের পক্ষে মেয়র আসাদুল হক ভূইয়া পিন্টুর কর্মীর ওপর হামলার প্রস্তুতি দেয়।

এর প্রতিবাদে পিন্টুর সমর্থকগণ মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রতিবাদ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে । শেখ হাসিনার নির্দেশনার পরেও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলা ঘটনা ন্যাক্কারজনক। ট্রাক প্রতীক প্রাপ্ত সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর পক্ষে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্যাগী এবং প্রবীণ নেতাগণ অবস্থান নিচ্ছেন। নৌকা প্রতীক প্রাপ্ত অসীম কুমার উকিলের নানা কর্মকাণ্ডের কারণে দ্বিধা বিভক্ত কেন্দুয়ার আওয়ামী লীগের সমর্থক গণ।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক বলেন, ‘নেত্রকোণা—৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া—পাল্টা ধাওয়া ও মারধর এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়।’

‘এতে উভয় পক্ষের ১২ জন আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “এখনও কোনো পক্ষ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।