• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিজয় দিবস উদযাপন

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে বগুড়ায় প্রতিবছরের ন্যায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকালে শহরের পুরাতন শিল্পকলা একাডেমিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং খোকন পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটিতে আলোচনা সভার আয়োজন করেন নেতৃবৃন্দ।

সমিতির সাধারণ সম্পাদক নওয়াব আলীর সার্বিক পরিচালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোজাম্মেল হক এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমিতির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও বগুড়া জেলা শাখার সাবেক চেয়ারম্যান শামসুল হুদা।

সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের মর্যাদা ও গৌরবের। তবে যুগে যুগে স্বাধীনতার গৌরবান্বিত ইতিহাস কে মুছে ফেলার চেষ্টা করে যায় কুচক্রী মহলের অনেকে যা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে যে দায়িত্ব নিতে হবে আমাদের প্রবীনদেরকেই।

সভায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোঃ সালামত উল্ল্যাহ, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, অধ্যাপক ড: ফজলুল হক, এবিএম আব্দুর রশিদ, ছমির উদ্দিন, আকতার হোসেন, গোলাম ফেরদৌস প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।