• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

শেরপুরের শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় শ্রীবরদী চৌরাস্তায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, অফিসার ইনর্চাজ কাইয়ুম খান সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন ছালেম প্রমুখ।

পরে, উপজেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৮টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও ওসি কাইয়ুম খান সিদ্দিকীসহ অন্যান্যরা। সকাল ১১টায় শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযোদ্ধা চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।