• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরুর দিনক্ষণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের দশম আসর শুরু হবে আগামী বছরের ১৯ জানুয়ারি। ফাইনাল ১ মার্চ। প্রথম পর্ব শুরু হবে যথারীতি ঢাকায়।

আর প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচিতে দেখা গেছে, প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। প্রথম দিন রাতের ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

বিপিএলের এবারের আসরে দিনের ম্যাচগুলো শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট। আর রাতের ম্যাচগুলো শুরুর সময় ধরা হয়েছে ৬টা ৩০ মিনিট। তবে শুক্রবার ৩০ মিনিট পরে শুরু হবে দিন আর রাতের ম্যাচগুলো। ঢাকা থেকে এরপর সিলেট, ঢাকা, চট্টগ্রাম হয়ে শেষ পর্বে আবার ঢাকায় ফিরবে বিপিএল।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের ভিত্তিতে চার দল সেমিফাইনালে আসবে। সেখান থেকে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ভিত্তিতে ফাইনালে যাবে দুই দল। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। আসরের ফাইনাল রাখা হয়েছে ১ মার্চ।

গত আসরের মতো এবারের বিপিএলও তিন ভেন্যুতে হবে। ঢাকা পর্বে আসর শুরু হবে। সেখান থেকে যাবে সিলেট পর্বে। ওই পর্বের ম্যাচ ২৫ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর আবার ঢাকা পর্ব। সেখান থেকে চট্টগ্রাম পর্বে যাবে আসর। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।