• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ভোটারদের জিম্মি করা হলে মেনে নেবে না কমিশন : ইসি আনিসুর

অবৈধ ও বৈধ অস্ত্রের অপব্যবহারের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে আছে বলে জানালেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটাররা যাতে তাদের ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে।

কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের সুন্দরভাবে নির্বাচন করতে দেওয়া হবে।

কমিশনার আরও বলেন, বিএনপিকেও বার বার নির্বাচনের আলোচনায় আসার আহবান জানানো হয়েছে। এখনও সময় আছে বিএনপি চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের প্রশাসনের সাথে নির্বাচন সংশ্লিষ্ট রুদ্ধদ্বার বৈঠক শেষে দুপুর আড়াইটায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান ও জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, দেশি বিদেশি কোনো প্রকার চাপ আমাদের নেই। ৫০টি দেশ থেকে পর্যবেক্ষক আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের পর্যবেক্ষণে আবেদনের মেয়াদ শেষ। কিন্তু তবুও তাদের পর্যবেক্ষণের জন্য আবেদনের মেয়াদ ৭ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন অবৈধ অস্ত্রের প্রভাব যাতে নির্বাচনে না পড়ে সে বিষয়ে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অস্ত্রের মুখে যাতে ভোটাররা জিম্মি না থাকে সে বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের অধিকার সবার আছে। যে কোনো দল চাইলে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। নাশকতা, অবৈধ অস্ত্র, হুমকি ধামকি নির্বাচন কমিশন মেনে নেবে না। তাদের ছাড়ও দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।