• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রেল সেতুতে দুর্বৃত্তের আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ২ ট্রেন

গাজীপুরের শ্রীপুরে রেল সেতুতে আগুন জ্বালিয়ে ফেলে রেখে ট্রেন চলাচল বিঘ্নিত করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি স্লিপার পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ( ১৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার কাওরাইদ রেল স্টেশনের দক্ষিণে গোলাঘাট রেল ব্রীজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী।

স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে পথচারী ওই সেতু পার হতে গিয়ে পুড়ে যাওয়া স্লিপারের আগুনের নিভুনিভু অংশ দেখতে পান। পরে স্থানীয় স্টেশন মাস্টারকে খবর দেন তারা। এসময় পানি ঢেলে স্লিপারে থাকা আগুনের লালচে অংশ নিভিয়ে দেন তারা। পরে রেলওেয়ের লোকজন এসে মেরামতের কাজ শুরু করে।

ধারণা করা হচ্ছে, ভোরের দিকে দুর্বৃত্তরা টায়ার জাতীয় কিছুতে আগুন ধরিয়ে তা রেল সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে যায়। এতে ৮-১০ টি স্লিপার পুড়ে ক্ষয়ক্ষতি হয়। এরই মধ্যে সকাল সাড়ে ৬টায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন দুটি ওই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়েই অতিক্রম করেছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে কাওরাইদ স্টেশন মাস্টার আল আমীনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশে রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী জানান, ‘খবর পেয়ে সাথে সাথেই মেরামত কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে দেই। কয়েকটি স্লিপারের কিছু অংশ পুড়েছে। মেরামতের কাজ শেষ হলে ঝুঁকি থাকবে না। ‘


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।