• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উন্মুক্ত ক্লাস নিলেন ইউএনও

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এক সাথে করে উন্মুক্ত ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। রবিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্ধারিত পরিদর্শনে যান তিনি।

বিদ্যালয়ের অফিস ও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতির সার্বিক উন্নয়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে টিফিন পিরিয়ড শেষে সকল শিক্ষার্থীদের মাঠের ছায়াযুক্ত স্থানে একত্র করে পাঠ্যবইয়ের বাহিরের জগতের শিক্ষা সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি এবং শিশু শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ও তাদের কাঙ্খিত লক্ষ্য নির্ধারনের কারন সম্পর্কে জানতে উন্মুক্ত ক্লাসের আদলে খোলামেলা আলোচনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন- তোমরা কিসের জন্য লেখাপড়া কর? তাঁর এ প্রশ্নের জবাবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল লিসান জানায়, আমরা ভালো মানুষ হওয়ার জন্যে লেখাপড়া করি। শিশু শিক্ষার্থীর দেওয়া উত্তরে ইউএনও খুশি হয়ে আব্দুল্লাহ আল লিসানকে বিশেষ পুরস্কার বিজয়ী ঘোষনা করেন। তাছাড়া তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টিফিন বক্স এবং শিক্ষার্থীদের বসার সুবিধার্থে অন্তত ২২ জোড়া বেঞ্চ দেয়ার আশ্বাস দেন তিনি।

এসময় দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাত, বিদ্যালয়টির সহকারী শিক্ষক ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন, হোসনে আরা খাতুন, রাকিব ফয়সাল, হাজেরা খাতুন সাথীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সবশেষে ইউএনও সাদিয়া উম্মুল বানিন দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত পরিদর্শন বহিতে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নসহ সামগ্রিক পরিবেশের মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা সমূহ লিখিত আকারে লিপিবদ্ধ করেন।

পরে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-কে ধন্যবাদের সহিত শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাছাড়া সুবিধাজনক দিন-তারিখ ও সময়ে বারবার তাদের বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার আমন্ত্রণক্রমে অনুরোধ জানায় শিশু শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।