• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ”লীগের সাবেক সহ-সভাপতি ডা: মো.কামাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাবেক সহ-সভাপতি রাজু আহম্মেদ মহির, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন,ঝিনাইগাতী সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল ইসলাম ফটিক, উপজেলা তাতী লীগের আহবায়ক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা রকিবুল হাসান রুকন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।পরাজয়ের প্রতিশোধ নিতে তারা খুনি মোস্তাকের নেতৃত্বে জাতিকে মেধা শুন্য করতে জাতীয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যা করে। ওই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবী জানান।আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।