• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে দুটি ড্রাম উপহার

‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে দুটি ড্রাম উপহার দেওয়া হয়েছে। দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার একটি ভালো কাজ হিসেবে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যদের অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার কাছে এ দুটি ড্রাম হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার মেয়ার গোলাম মোহাম্মদ কিবরিয়া ও শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। এ সময় মেয়র গোলাম কিবরিয়া বলেন, শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এর অংশ হিসেবে ১ নভেম্বর মঙ্গলবার থেকে দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আর এ ক্ষেত্রে প্রথম আলো শেরপুর বন্ধুসভার দেওয়া দুটি ড্রাম পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৌরসভাকে ড্রাম উপহার দেওয়ার জন্য শেরপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, কনজারভেন্সী ইন্সপেক্টর আলিমুল ইসলাম, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।