• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মায়ের পথে বাবাও, শিশুটির ভবিষ্যত অন্ধকার

মাত্র আটমাস আগে মা হাসি বেগম পারিবারিক কলহের কারণে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আর আজ ২৯ অক্টোবর সন্ধ্যায় বাবা সারোয়ার জাহান (২৮) একই পথ ধরে পরপারে চলে গেলেন। এখন তাদের রেখে যাওয়া সাড়ে তিন বছরের একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যত কি হবে ? এমন প্রশ্ন সবার মুখে মুখে।

শেরপুর জেলার নকলা উপজেলার কলাপড়া গ্রামের মো: আবু বকরের ছেলে সারোয়ার জাহান (২৮) আজ শনিবার সন্ধায় সবার অজান্তে নিজ ঘরের ধর্ণার সাথে গলায় ফাসিঁ দিয়ে আত্মহত্যা করেন। এর মাত্র আট মাস আগে পারিবারিক কলহের কারণে স্ত্রী হাসি বেগম ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করে। এরপর থেকেই সারোয়ার মানষিক বিপর্যস্ত হয়ে পড়ে। এরই জেরে আজ সে আত্মহত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সারোয়ার জাহান ও হাসি বেগমের মৃত্যুতে তাদের রেখে যাওয়া একমাত্র সাড়ে তিন বছরের সন্তান সাদিয়া এতিম ও অসহায় হয়ে পড়েছে। তার ভবিষ্যত এখন অন্ধকার। সে এখন তার বৃদ্ধ দাদা-দাদির কাছে রয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, সারোয়ার জাহানের ঝুলন্ত লাশ আমরা উদ্ধার করেছি। সে মানষিকভাবে বিপর্যন্ত ছিলো। এ কারণেনই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হচ্ছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চাওয়া হচ্ছে। তবে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।