• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মেট্রোরেলের আদলে মন্দিরের প্রবেশ পথ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে আরও আনন্দময় ও উৎসবমূখর করতে সাতক্ষীরার আশাশুনিতে মেট্রোরেলের আদলে মন্দিরে তৈরি হয়েছে প্রবেশ পথ। যা ভক্তের মন কেড়েছে। সরকারের উন্নয়ন তুলে ধরতে ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি সার্বজনীন পূজা কমিটির আয়োজনে মন্ডপের সামনে খালের উপর তৈরি করা হয়ে মেট্রোরারেলের আদলে এই মন্দিরে প্রবেশ পথ।

যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে।
২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে দেবী দূর্গা ঘোড়ায় (ঘোটকে) চড়ে স্বর্গ থেকে মর্ত্তলোকে আসবেন। ২৫ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে আবারও ঘোড়ায় চরে ফিরে যাবেন স্বর্গলোকে।

প্রতিমা শিল্পী দেবাশীষ চক্রবর্তী জানান, কাঠ, বাঁশ, ককশিট, সুতা ও ধানের গুড়াসহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপের প্রবেশ পথ। যা দেখতে মেট্ররেলের আদলে করা হয়েছে। প্রতিমাসহ এটি করতে সময় লাগেছে ২০দিন। এ বছর সর্বোচ্চ প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে।

সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, জেলার ৭টি উপজেলায় মোট ৬০৬টি মন্ডপে পূজা হবে। মেট্রোরারেলের আদলে মন্দিরে তৈরি প্রবেশ পথ দৃষ্টিনন্দন হওয়ায় প্রতিদিন ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের পদচারণায় মূখরিত থাকছে মন্ডপ প্রাঙ্গন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, শারদীয় দূর্গাপূজায় নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরে আইনশৃঙ্খলা বাহিনীসহ আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র জেলাবাসীকে দেখানোর জন্য মেট্রোরেলের আদলে ব্যতিক্রমী এই মন্ডপের প্রবেশ পথ তৈরি করেছে পূর্জা উৎযাপন কমিটি। যা দেখে ভক্তবৃন্দ যেমন খুশি হচ্ছেন তেমনি প্রতিদিন দর্শনার্থীদের ভিড় হচ্ছে। তিনি জেলাবাসীকে মহেশ্বরকাটি সার্বজনীন পূজা দেখতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেষার মানুষকে আশার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।