• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের হত্যাকারী দুই যুবক আটক

সরিষাবাড়ী :

জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালক হাফিজুর রহমানকে (৩৫) শ্বাসরোধে
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করিম ও
পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খানের নেতৃত্বে সরিষাবাড়ী থানার পুলিশ
অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

আটককৃতরা হল- সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামের বিল্লাল
হোসেনের ছেলে মোহন মিয়া (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা
ইউনিয়নের বীরতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৩)।

এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশা ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে আসামীদের আদালতে সোপর্স করেছে পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, টাঙ্গাইলের ধনবাড়ি
উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনেউগী গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে
অটোরিকশা চালক হাফিজুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে গত শুক্রবার (১৯ জুন)
রাতে মোহন মিয়া ও সোহেল রানা শ্বাসরোধে হত্যা করে। পরে তারা অটোরিকশাটি
ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন শনিবার নিহতের ছোটভাই আনিছুর রহমান বাদি হয়ে অজ্ঞাত
আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা (যার নং ৬, তারিখ ২০-০৬-২০২০ইং)
দায়ের করেন।

এরপর পুলিশ সর্বোত্তম তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজন আসামী সনাক্ত
করতে সক্ষম হয় এবং বিশ্বস্থ সোর্স নিয়োগের মাধ্যমে তাদের নিজ নিজ বাড়ি
থেকে আটক করে। পরে আসামীদের তথ্য অনুযায়ী নিহতের মোবাইল ফোন ও ছিনতাইকৃত
অটোরিকশাটি টাঙ্গাইল সদরের বৈল্লা বাজার থেকে উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার
করেছে। মুলতঃ অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে
তারা জানিয়েছে। আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে সোপর্স করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।