• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরের ঝিনাইগাতীতে আরো ৭ জন করোনাকে জয় করলেন

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পরপর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা করোনা আক্রান্ত একই পরিবারের চারজনসহ মোট ৭ জনকে সুস্থ ঘোষণা করেছেন স্বাস্থ্য বিভাগ। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারা হলেন- সদর ইউপি সচিব মারুফা বেগম, স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া ও তার স্ত্রী শিলা, মেয়ে সেতু, ভাতিজি মিম, ব্যবসায়ী উজ্জল এবং ফরিদা নামের আরও এক গৃহবধূ। এ নিয়ে উপজেলায় মোট ২০জন সুস্থ হলেন। এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪জন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তারা সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হলেও তারা মনোবল হারাননি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসকেরাও সব সময় তাদের খোঁজখবর নিয়েছেন। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন বলেন, ‘পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ আসায় ওই ৭ জনকে আজ (রবিবার) সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়া হাসপাতালে ১ জন ও হোম আইসোলেশনে চিকিৎসারত রয়েছেন আরও ৩ জন। তাদের নিয়মমাফিক পরীক্ষায় নেগেটিভ এলে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে।’ আরও বলেন, ‘করোনার সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।