• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় বাল্যবিবাহের উপর সচেতনতামূলক প্রচারণা ও র‌্যালী

বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ যা অবৈধ। আইনত মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স ১৮ বৎসর আর ছেলেদের ২১। বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। বেশিরভাগ বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার ও ক্ষতিগ্রস্ত বেশি হয়।

বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে প্রধানত – দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিবাহ সমর্থনকারী আইন, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। এক গবেষণায় দেখা গেছে, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অন্যান্য সময়ের তুলনায় বাল্যবিবাহ বেড়েছে ২৫ শতাংশ, যা গত ২৫ বছরে সর্বোচ্চ। বাল্য বিয়ের ফলে অল্পবয়সে গর্ভবতী হওয়ার ফলে অপুষ্টিজনিত কারণে অনেকসময় নবজাতক মারাও যায়। এমনকি নবজাতক বেঁচে থাকলেও পরবর্তীতে এসব শিশুরা বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে।

১১ অক্টোবর বুধবার বেলা ১১টায় মোংলার ঐতিহ্যবাহী চাঁদপাই মেছেরশাহ্ মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম কর্তৃক আয়োজিত বাল্যবিবাহের উপর র‌্যালী ও সচেতনতামূলক প্রচারণা সভায় বক্তারা একথা বলেন।

সালোম মোংলার এরিয়া কো-অর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডলের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর রোকন উদ্দিন, চাঁদপাই মেছেরশাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসীত কুমার গুপ্ত, সহকারি শিক্ষক প্রীতিলতা ঘটক, প্রণতি মন্ডল, উত্তম কুমার মন্ডল, মনিরা খাতুন, স্বপ্না রানী মৃধা, বিভাষ সরকার, ব্রজেন রায়, মোঃ ওমর ফারুক, সুখময় বিশ্বাস, চয়ন মজুমদার, প্রকল্পের জেন্ডার সিও ক্রিষ্টিনা হিয়া বাড়ই, জেন্ডার অফিসার এলিজাবেথ সরকার, কমিউনিটি অর্গানাইজার দোয়েল মন্ডল ও সুজয় সরকার। অনুষ্ঠানে বাল্যবিবাহের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।