• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে আমাদের সময় : মেয়র টিটু

জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মেলবন্ধনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিভাগীয় সদর ময়মনসিংহে বুধবার দৈনিক আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পথনির্দেশনায় পাশে থাকবে আমাদের সময়। উন্নয়ন ও অগ্রগতির সকল ক্ষেত্রে নতুন ধারার এই পত্রিকাটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করেন ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় এক আলোচনা সভায় প্রধান অতিথির মেয়র টিটু এসব কথা বলেন। এসময় দুটি কেক কাটা হয়।

আমাদের সময় ময়মনসিংহস্থ নিজস্ব প্রতিবেদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মাণিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), মোঃ সাজ্জাদুর রহমান, র‌্যাব—১৪ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান (অতিরিক্ত ডিআইজি), ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর মোঃ আলমগীর হোসেন, পিআইডি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, জেলা শিক্ষা অফিসার মিসেস মোহছিনা খাতুন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূরুল আমিন কালাম, জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বিআরটিসি ট্রেনিং সেন্টার ও ময়মনসিংহ ডিপো ম্যানেজার মোঃ জাফর আহমেদ, জেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএফইউজে সহ—সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ—সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মীর সালমা বেগম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল, সময় টেলিভিশনের ব্যুারো প্রধান মোঃ সাদিকুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।