• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে কোচ আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিংয়ে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোচ আদিবাসী সম্প্রদায়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে নুর আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খলচান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নুর আলী পাশ্ববর্তী বুরুঙ্গা গ্রামের আব্দুর রশীদের ছেলে।

সুত্র জানায়, শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার খলচান্দা কোচপাড়া গ্রামের ৫ জন কোচ শিক্ষার্থী মিলে পাহাড়ি পথে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তার কিছু দুর আসলে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। মেঘলা আকাশে সবার ছাতা না থাকায় আধা ভেজা অবস্থায় সবাই আবার বাড়ির দিকে ফেরত যেতে থাকে। এ সময় পথিমধ্যে খলচান্দা গ্রামের হোসেন আলীর বাড়ির কাছে গজারী বাগানের পাহাড়ি রাস্তায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুর আলী তাদের পথরোধ করে। ওই শিক্ষার্থীদের একজনের হাতে ধরে ও মুখ চেপে পাহাড়ের দিকে টেনে নিয়ে যেতে থাকে। এতে সহপাঠীরা তাকে আটকানোর চেষ্টা করে ও ডাকচিৎকার শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

এ সময় সুযোগ বুঝে বাড়িতে পালিয়ে যায় নুর আলী। স্থানীয় লোকজন শিক্ষার্থীদের কাছে অভিযুক্তের চেহারার বর্ণনা শুনে নুর আলীকে তার বাড়ি থেকে ডেকে শিক্ষার্থীদের সামনে আনলে তারা অভিযুক্ত নুর আলীকে শনাক্ত করে। পরে গ্রামবাসীরা মিলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ও থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যান নুর আলীকে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রামবাসীরা জানান, গত দুই সপ্তাহ আগে নুর আলী নতুন বিয়ে করেছে। এছাড়া তার আগের আরেকজন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক ও পোড়াগাঁও ইউনিয়নের বিট কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনার কথা শুনে আটক অভিযুক্ত নুর আলীকে থানায় আনা হয়েছে। অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চেয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি ও সহকারী কমিশনার (ভুমি) আমরা দ্ইুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রশিক্ষণে আছি। তবে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ওসি সাহেবকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।