• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা হিরো’র উদ্যোগে বিনামুল্যে চক্ষু শিবিরে

শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের বাণিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ছানি রোগী বাছাই ও চোখের অন্যান্য রোগের চিকিৎসার জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

১০ সেপ্টেম্বর দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরোর উদ্যোগে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে সব বয়সী নারি পুরুষসহ ১শ ৬৭ জন রোগী সেবা গ্রহন করে। এদের মধ্যে ছানি অপারেশনের রোগীর সংখ্যা ৩২ জন। এই ৩২ জন রোগীকে বাছাই শেষে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। তাদের ছানি অপারেশনসহ দুদিনের থাকা খাওয়া, ঔষধ, চশমা এক মাসের ঔষধ দিয়ে বাড়ী পাঠানো হবে। শুধুমাত্র আসার খরচ রোগীর বহন করবে।

অন্যান্য রোগীদের মাঝে চোখে মাংস বৃদ্ধির সংখ্যা – ১ জন, নেত্রনালী অপারেশন করতে হবে ১ জন। বাকী ১শত ৩৩ জন চক্ষু রোগীকে ক্যাম্পেই বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ স্বল্প মূল্যে চশমা দেয়া হয়েছে।

উক্ত চক্ষু শিবিরের অন্যান্যদের মাঝে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম তারা, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি শাকের মো.আব্দুল্লাহ দানা, বাণিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীবরদী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. বনিজ উদ্দিন, প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, চিকিৎসক দলের ডাঃ মো.রিশাদ,মেডিক্যাল টেকনোলজিষ্ট সূবর্ণা, মারিয়া, নাদিরা, সুজাত ও কেন্দ্র ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মহতী এই উদ্যোগ নেয়ায় আগত হত-দরিদ্র রোগীগণ শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।