• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে এক শিশু ও বিষ পানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার চিথলিয়া পূর্বপাড়া ও বালিয়াচন্ডি উত্তরপাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহতরা হলো তাসিন (৮) ও আউলিয়া (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তাসিন শুক্রবার সন্ধ্যার দিকে সবার অগোচরে বসতবাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন রাতভর অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে তাসিনের লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। অপরদিকে শুক্রবার রাত ১০ টার দিকে গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি উত্তরপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আউলিয়া নিজ বসতঘরে বিষপান করে। স্বামী বাইরে থেকে এসে তাকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখে পরিবার অন্যান্য সদস্যদের ডাক দেয়। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর নিয়ে যাওয়ার সময় রাতেই ঐ গৃহবধূর মৃত্যু হয়।

এ ব্যাপারে ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ সব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।