• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সাপে কেটে মৃত্যু, জীবিত করতে দিনভর ঝাড়ফুঁক

জামালপুরের সরিষাবাড়ীতে সাপে কেটে সানোয়ার হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তাকে জীবিত করতে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে ঝাড়ফুঁক করছিলেন বাহার মিয়া নামে এক কবিরাজ। সানোয়ার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার আবুল কালামের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। পরে দিনগত রাতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, আদ্রা এলাকার আবুল কালাম দুই বিয়ে করেছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী সাজেদা বেগম দুই পুত্র সন্তান নিয়ে আওনা ইউনিয়নের স্থল গ্রামে বসবাস করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ছেলে সাগর (১৭) ও সানোয়ার (১৪) বাড়ির পাশে স্থল পূর্বপাড়া বিলে ধান ক্ষেতে টর্চ লাইট দিয়ে মাছ ধরছিলেন। এ সময় সানোয়ারের ডান পায়ে বিষাক্ত সাপ দংশন করে। পরে রাতেই সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সানোয়ারের আওনা ইউনিয়নের স্থলে ফিরিয়ে এনে স্বজনরা দাফন কাফন করতে গেলে সাতপোয়া এলাকার ওঝা রহমান পাগলার ছেলে বাহার মিয়া ঝাঁড়ফুঁক দিয়ে বাঁচিয়ে তোলার আশ্বাস দেন। শুক্রবার দুপুর পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝাড়ফুঁক চলতে থাকায় তার দাফন করা সম্ভব হয়নি।

নিহতের মা সাজেদা বেগম বলেন, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলছে তার ছেলে মারা গেছে। কিন্তু শুক্রবার সকাল থেকে কবিরাজ ঝাড়ফুঁক করছেন। এ বিষয়ে এলাকাবাসী অনেকে আলোচনা সমালোচনা করছেন। তবুও মায়ের মন যদি ছেলে জীবিত হয় এই আশাতেই ঝাড়ফুঁক দেওয়াচ্ছি।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রবিউল ইসলাম মুঠোফোনে বলেন, জীবিতাবস্থায় গতকাল রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে রেফার করা হলে হাসপাতালে না নিয়ে স্বজনরা ঘুরিয়ে ফিরিয়ে আবারও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সে মৃত্যুবরণ করে।

কবিরাজী চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল সাইন্সে ঝাড়ফুঁকের কোন স্থান নেই। এগুলো কুসংস্কার। সাপে কাটা রোগীর চিকিৎসা হচ্ছে ভ্যাকসিনেশন।

এ বিষয়ে সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মুঠোফোনে বলেন, এ বিষয়ে তিনি জানেন না। কেউ তাকে জানায়নি।

আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন মুঠোফোনে , মৃত্যুর বিষয়ে লোকমুখে শুনেছি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে বলেন, সাপে কেটে একজনের মৃত্যু হয়েছে এটা শুনেছি। কিন্তু ঝাড়ফুঁকের কথা শুনিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।