• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ফিশিং ট্রলারসহ সাগরে হারিয়ে যাওয়া ১৪ জেলে জীবিত উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে হারিয়ে যাওয়া ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ৩১ আগস্ট বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের সহকারি গোয়েন্দা পরিচালক ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বলেন, গত ২৩ আগস্ট এফবি “কাজী’’ নামক একটি ফিশিং ট্রলার চট্টগ্রাম ফেমাশিয়া বাঁশখালী ঘাঁট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। একপর্যায়ে গত ২৬ আগস্ট আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের সময় ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে।

২৯ আগস্ট মঙ্গলবার ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।

পরবর্তীতে কোস্টগার্ডের নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডে এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ উদ্দিন সরকার, (জি), বিএন এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টা সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

উত্তাল সমূদ্রে টানা চার ঘন্টা অভিযান চালিয়ে বিপদজনক ভাবে ভাসতে থাকা ট্রলারটি আনুমানিক দুপুর ১টা ২৭ মিনিটে ১৪ জন জেলেসহ গভীর সমুদ্রে সাঙ্গু মোহনা হতে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর হতে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষয় হয়।

উদ্ধারকৃত সকলেই চট্টগ্রাম জেলার বাসিন্দা। অতঃপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্টগার্ড জাহাজ বিসিজিএস পোর্ট গ্রান্ডের মাধ্যমে জেলেসহ ট্রলারটিকে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু এর নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের কর্মকর্তা আরও বলেন, ফিশিং ট্রলার উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।