• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় বাংলাদেশ-ভারতীয় কোস্টগার্ডের জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

দুই দেশের জলসীমায় অপরাধ দমন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, অপারেশনাল কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০ টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় কোস্টগার্ড কর্মকর্তাদের সাথে বৈঠকে করেন বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তারা। এটি বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যকার জোনাল কমান্ডার পর্যায়ে ৫ম বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক (অপারেশন্স) ক্যাপ্টেন মো. ফাইজ উদ্দিন আহমেদ, কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার জোনাল কমান্ডার ক্যাপ্টেন কিবরিয়া হক, কমান্ডার মাহবুবুল হকসহ কোস্টগার্ড সদর দপ্তরের পদস্থ কর্মকর্তাগণ। ভারতের কোস্টগার্ডের পক্ষে কলকাতা কোস্টগার্ড সদর দপ্তর এবং ভারতীয় কোস্টগার্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কোস্টগার্ড সদর দপ্তরের সহকারি গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, ভারত ও বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর ৫ম বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম জোরদার, উভয় দেশের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আলোচনা হয়েছে।

এই কর্মকর্তা আরো বলেন, আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্টগার্ডের করনীয় নিয়েও একমত দুই দেশের উপকূলরক্ষী বাহিনী। এ বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্টগার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।