• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গাইবান্ধায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ও চালকসহ ৩ জন গ্রেফতার

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রমাণিক (৪৮) নিহতের ঘটনায় ট্রাক মালিকসহ চালক-সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পুলিশ সুপারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মোঃ কামাল হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ট্রাক চালক রংপুর জেলার মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের পুত্র মোঃ জামাল মিয়া (৩৫), সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার পুত্র মোঃ মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোঃ আলীর পুত্র মোঃ আনিছুর রহমান (৪৪)।

পুলিশ সুপার জানান, ঘাতক ট্রাকটির মালিক মোঃ আনিছুর রহমান নিজেই ট্রাক চালক। কিন্তু তার বদলি হিসেবে ১জন অপেশাদার, অদক্ষ, লাইসেন্সবিহীন মোঃ জামাল মিয়া সেদিন ট্রাকটি চালাচ্ছিলেন। জামাল রংপুর হতে আলু লোড করে গত বৃহস্পতিবার ২৪ আগস্ট ভোরে আলু বোঝাই ট্রাকটি জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে আনলোড করেন। পরে সকাল ছয়টার দিকে খালি ট্রাক নিয়ে পুনরায় রংপুরের উদ্দেশে রওনা করেন।

সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জিরো পয়েন্টে পুলিশ ক্যাফের সামনে গোল চত্বরে নিয়ম না মেনে ভুল পথে বেপরোয়া এবং দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে ডিউটিতে থাকা অবস্থায় চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই তিনি মৃত্যুবরণ করেন। তখন ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পুরাতন ব্রিজ দিয়ে সুন্দরগঞ্জ অভিমুখে পালিয়ে যায়।

এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ও ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়।

পরদিন রংপুর মহনগরের বিভিন্ন জায়গায় ঝটিকা অভিযান পরিচালনা করে ঘাতক ট্রাকের ড্রাইভার মোঃ জামাল মিয়া, সহযোগী মোঃ মশিউর রহমান ও ট্রাক মালিক মোঃ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে।

গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিতে ঘাতক ট্রাকটি রংপুর জেলার মাহিগঞ্জ থানার বীরভূদ বালাটারী গ্রামের একটি গ্যারেজ হতে উদ্ধার করা হয়। তারা ট্রাকটির রং পরিবর্তন করার জন্য ওই গ্যারেজে নেয় বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।