• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

আন্তর্জাতিক অভিষেক হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার

দেশের ফুটবলে নতুন যুগ এনেছে বসুন্ধরা কিংস। বিশ্বকাপে খেলা ফুটবলার এনে বা মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু নয়, কিংসের স্বপ্ন-সামর্থ্যের বড় প্রমাণ বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশের ক্লাব ফুটবলেই এত দিন যা ছিল দূরতম কল্পনা। নিজেদের সেই ফুটবল স্টেডিয়ামে আরো একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের।

৪ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষক হতে যাচ্ছে এই মাঠের।
গত মৌসুমেই ঘরোয়া ফুটবল মাঠে গড়িয়েছে এই স্টেডিয়ামে। এ বছর ফ্লাডলাইটও বসিয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠেই এএফসি কাপের ম্যাচ খেলার লক্ষ্য ক্লাবটির।

সেই অপেক্ষা ফুরানোর আগেই জাতীয় দলের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মাঠের স্বীকৃতি পেয়ে যাচ্ছে নান্দনিক এই ফুটবল অ্যারেনা। আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বর দুটি ম্যাচই হবে এই মাঠে। এর মধ্যেই এএফসি প্রতিনিধিদল পরিদর্শন করে গেছে কিংস অ্যারেনা। তাদের চাহিদামতো কিছু সংস্কারও হচ্ছে।

এরই মধ্যে গতকাল এএফসির অনুমোদন পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ দিয়েছেন এই মাঠে ম্যাচ আয়োজনের ঘোষণা। কিংস সভাপতি ইমরুল হাসানের জন্যও এ বড় আনন্দের খবর, ‘এই স্টেডিয়ামটা আমরা যখন তৈরি করি, তখনই একটা স্বপ্ন ছিল যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হবে। এএফসির অনুমোদনে এবং বাফুফের ঘোষণায় বলা যায় সেই স্বপ্নটাই এখন পূরণ হতে যাচ্ছে আমাদের। আমরা খুবই আনন্দিত এতে। অভিষেকের মুহূর্তটা আমরা রাঙিয়ে তোলার চেষ্টা করব। ’
এর মধ্যে জাতীয় দল কয়েক দফায় অনুশীলনও করেছে কিংস অ্যারেনায়। এবারও করবে। সফরে আসা আফগানিস্তান দলেরও অনুশীলন হবে কিংসের অনুশীলন মাঠে। এই দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল আজ থেকেই ক্যাম্প শুরু করছে। তিন দফায় অবশ্য খেলোয়াড়রা যোগ দেবেন ক্যাম্পে।

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ড খেলে আসার পর কিংসের ফুটবলাররা বিশ্রামে আছেন, তাঁরা যোগ দেবেন ২৫ আগস্ট। আবাহনী কলকাতায় যাচ্ছে এএফসি কাপের প্লে-অফ ম্যাচ খেলতে, ২৭ আগস্ট যোগ দেবেন তাদের ফুটবলাররা। গতকাল এই ক্যাম্পের জন্য ৩২ জনের দলও ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা।

এই ক্যাম্পে একেবারে নতুন মুখ হিসেবে যোগ দিতে যাচ্ছেন শেখ রাসেলের দুই তরুণ ফুটবলার দীপক রায় ও সারোয়ার জামান নিপু। শেখ রাসেলের হয়ে গত মৌসুমে নজর কাড়া দীপক সাফের দলেই থাকতে পারতেন। কিন্তু পাসপোর্ট সমস্যার কারণে তাঁকে সে সময় নেওয়া যায়নি, যে কারণে জায়গা পাননি এশিয়ান গেমসের দলেও। তবে এর মধ্যে সে সমস্যা মিটে যাওয়ায় কোচ আফগানিস্তানের বিপক্ষে ডেকেছেন তাঁকে। দীপককে নিয়ে উচ্ছ্বাসই ছিল কাবরেরার কণ্ঠে, ‘দারুণ উদ্যমী ও পরিশ্রমী খেলোয়াড় ও। আমাদের (দলের) ধারণার সঙ্গেও খুব ভালোভাবে যায়। দেখা যাক সে কতটা ভালো করতে পারে। ’

জামাল ভুঁইয়া এই মুহূর্তে আর্জেন্টিনায়। আন্তর্জাতিক সূচি মেনে তাঁকে ম্যাচের আগে ছাড়তে পারে সোল দে মায়ো। কোচ আশা করছেন অন্তত ম্যাচের আগের সপ্তাহ তাঁকে দলের সঙ্গে পাবেন। জামালের আর্জেন্টিনায় খেলার বিষয়টিকে তিনি দেখছেন ইতিবাচক হিসেবে, ‘এটা খুবই ভালো খবর। এতে বোঝা যায় বাংলাদেশের ফুটবলাররাও বাইরের দেশে গিয়ে খেলার সামর্থ্য রাখে। ’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশ খেলছে মূলত আগামী মাসে বিশ্বকাপ বাছাই প্লে-অফের মালদ্বীপ ম্যাচের প্রস্তুতি হিসেবে। কাবরেরা সেটিও বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে আমাদের। সাফে যেভাবে খেলেছি তার থেকে নিচে নামতে চাই না। তবে আমাদের মূল মনোযোগ মালদ্বীপের বিপক্ষে জিতে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে ঢোকা। ’

ক্যাম্পের ৩২ : গোলরক্ষক : আনিসুর রহমান, শহীদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন; ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইসা ফয়সাল, আতিকুজ্জামান; মিডফিল্ডার : সোহেল রানা (কিংস), শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (আবাহনী), আবু সাঈদ, মজিবুর রহমান, রবিউল হাসান, জামাল ভুঁইয়া; ফরোয়ার্ড : রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ, দীপক রায়, আমিনুর রহমান, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।