• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুমে আগুন: পুরাতন অনেক নথিপত্র ভস্মীভূত

বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে ৩ টার দিকে রেকর্ড রুমে লাগা এই অগ্নিকাণ্ডে সরকারি অনেক গুরুত্বপূর্ণ পুরাতন নথিপত্র পুড়ে গিয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা দুইটি তদন্ত কমিটি করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি জানান, দুপুরে নিচ তলার রেকর্ড রুমের ২য় তলার ফলস ছাদে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এই সময় নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম আরো বলেন, রেকর্ড রুমে আগুন কোন নাশকতার অংশ কিনা তা তদন্ত শেষে জানা যাবে। তবে প্রাথমিকভাবে এটি শট সার্কিট থেকে হয়েছে বলে মনে হচ্ছে। রেকর্ড রুমে ২০০১ থেকে ২০০৯ সালের পুরাতন মামালার রায়ের নথি রাখা ছিল। তার মধ্যে কিছু কিছু নথি আগুনে আংশিক এবং অনেক নথি একেবারে পুড়ে গিয়েছে। এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফকে প্রধান করে পাঁচ সদস্যর ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিনকে প্রধান করে সাত সদস্যর আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুইটি আগুনে ক্ষতিগ্রস্থ নথির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণসহ ভবিষৎতে রেকর্ড রুমের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, দুইটি ইউনিটের ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রেকর্ড রুমের বৈদ্যুতিক বোর্ডও উদ্ধার করা হয়েছে, তবে সেটি পোড়া ছিল। এজন্য প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।