• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মশাবাহিত রোগ প্রতিরোধে বগুড়ায় করতোয়া নদীর পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

ডেঙ্গু, লাম্পিস্কিনসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে সেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু হয়েছে করতোয়া নদীর কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে শহরের এসপি ব্রীজ সংলগ্ন এলাকায় ধারাবাহিক এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের সমন্বয়ে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সরকারি কর্মকর্তাদের একটি নির্দেশনা দিয়ে গেছেন যে, কোন সরকারি কর্মকর্তা ও কর্মচারি জনগনের প্রভূ নয়, বন্ধু ও সেবক। জাতির পিতার সেই কথাকে স্বরণে রেখে শোকের মাসের শুরুতেই বগুড়ার সকল সরকারি দপ্তরের কর্মচারীরা মিলে এই উদ্যোগ নেয়া হয়েছে যা ধারাবাহিকভাবে চলবে সকলের সমন্বিত অংশগ্রহণে। তিনি বলেন, শুধু সরকারি প্রতিষ্ঠানই নয় সকল বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রসা, ব্যক্তিগত স্থাপনা পারিস্কার করতে হবে। কোন মতে যেন সেখান থেকে মশাবাহিত রোগ না ছড়ায়। নদী পরিস্কার করার ফলে নদীটি কিছুটা হলেও প্রান ফিরে পেতে যাচ্ছে।’

স্বপ্নবাজ জেলা প্রশাসক সাইফুল ইসলাম আরো বলেন, ‘প্রথমত শহরের আড়াই কিলেমিটারে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আস্তে আস্তে করতোয়া নদী জেলা অংশের পুরোটায় পরিষ্কার করা হবে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরও বলেন, ‘এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের এই অংশে যেসব জায়গায় অবৈধ ভাবে নদীর জায়গা দখল করে স্থাপনা বা ভরাট করে দখল করেছে সেসব জায়গা আমরা দখলমুক্ত করব।’ এছাড়াও তিনি বলেন, করতোয়া নদীর নাব্যতা ফেরাতে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে যার মাঝে ২৩ কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে সবুজ তালিকাভুক্ত হয়েছে কিন্তু বগুড়াবাসীর স্বার্থে সেই প্রকল্পে আরও কিছু কাজ সংযোজন করে প্রকল্পের বরাদ্দকৃত টাকা বৃদ্ধির মাধ্যমে দৃশ্যমান কিছু সাফল্য আনয়নে কাজ শুরু করেছেন তারা যা নিয়ে বগুড়া সদরের সাংসদও প্রয়াস করছেন। তিনি বলেন ‘সামনে এই নদী রক্ষায় সরকারের থেকে একটি বড় বরাদ্দ নিয়ে জেলা অংশের পুরো নদী পরিষ্কার এবং শহরের অংশে নদীর দুই ধারে নেটের জাল নিয়ে ঘিরে রাখা হবে যাতে করে কোন ময়লা আবর্জনা কেউ নদীতে ফেলতে না পারে। আর এটি বাস্তবায়ন হলে এই নদী পুরোপুরি তার প্রাণ ফিরে পাবে আর নদীর পানি হবে স্বচ্ছ ও নদী হবে দখলমুক্ত।’

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি করতোয়া নদীর কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম, জেলা সিভিল সার্জন ডাঃ মো. শফিউল আজম, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ও শরাফত ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম, বাপা’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।