• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে বন বিভাগের ১৫৪ উপকারভোগী সদস্যদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় ও বন বিভাগের ১৫৪ জন বাগান উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

২২ শে জুলাই শনিবার বিকালে উপজেলার মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এসময় সুফল প্রকল্পের ১৫৪ জন উপকারভোগী সদস্যদের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার ২৭৩ টাকার চেক বিতরণ করা হয়। বক্তব্যে মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশের গ্রামগুলো শহরে রুপান্তির হচ্ছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, সুফল প্রকল্পের আওতায় বনায়ন ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসন, বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ, বিপন্ন প্রজাতির গাছপালার তালিকা তৈরি ও বননির্ভর পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়। উপকারভোগীদের জীবন মান উন্নয়নে সমাজিক বনায়ন অগ্রণী ভূমিকা রাখবে।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল। সহকারি বন সংরক্ষক আবু ইউসুফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপকারভোগী সবুজ কোচ প্রমুখ।

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী, ওসি তদন্ত নাঈম মোঃ নাহিদ হাসান, বন বিভাগের বালিজুরী রেন্জ কর্মকর্তা মো রবিউল ইসলাম, ঝিনাইগাতীর রাংটিয়া রেন্জ কর্মকর্তা মকরুল ইসলাম, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা মো গোলাম মোস্তফা, রেন্জ কর্মকর্তা আব্দুল করিমসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বালিজুড়ি এলাকায় সুফল প্রকল্পের আওতায় স্টাফ ব্যারাক উদ্বোধন, বন বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং সুফল বাগান পরিদর্শন করেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।