• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ !! ক্ষতি ৩০ লক্ষ টাকা

শেরপুরে বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৭ জুলাই ভোর রাতে সদর উপজেলার চরশেরপুর হাইটা পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

মৎস্য চাষী আব্দুর রশীদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনাটি ঘটানো হয়েছে। বিষ প্রয়োগের ফলে আমার পুকুরের সব মাছ ও রেনু পোনা মারা গেছে। এতে আমার ৩০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। আমি সর্বশান্ত হয়ে গেছি। গত কয়েক মাসে এই পুকুরে আমি প্রায় ২ লক্ষ টাকার মত খরচ করেছি। আগামী একবছর এই পুকুরের মাছ বিক্রির টাকা দিয়ে আমার কর্মচারি ও সংসার খরচ মেটাতাম। আমি দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার চাই।

প্রতিবেশী মস্তু মিয়া বলেন, মাছের সাথে একেমন শত্রুতা ? দ্বন্দ থাকলে মানুষে মানুষে রয়েছে। সেটার প্রভাব পুকুরের মাছে কেন পড়বে। এঘটনায় মৎস্যচাষী রশিদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সে একদম নিঃস্ব হয়ে গেছে। এই জগন্য কর্মকান্ডের সাথে যারা জড়িত, আমরা এলাকাবাসী তাদের কঠিন বিচার চাই।

মৎস্য চাষীর চাচা শাইজউদ্দিন মাষ্টার জানান, আমার ভাতিজা ৬৫ শতাংশ জমির পুকুরে দীর্ঘদিন থেকে সরপুটি, কাতল, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনার চাষ করে আসছিল। এই পুকুরের সাথে আমরাসহ আরো ৫ টি পরিবার জড়িত। তারা সবাই আর্থিক বড় ধরনের ক্ষতির মুখে পরে গেল। আমি তাদের বিচার চাই।

চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, এ ঘটনা যেই ঘটিয়ে থাকুক, তার শাস্তি হওয়া উচিত।

এব্যাপারে এখনো কোন মামলা দেয়া হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।