• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

“ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এ এসআই নির্বাচিত হলেন শ্রীবরদী থানার জুবায়েল খান

ময়মনসিংহ রেন্জ পুলিশের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের সীমান্তবতী শ্রীবরদী থানার এএসআই মো জুবায়েল খান। ১২ ই জুলাই বুধবার ময়মনসিংহ রেঞ্জের জুন/ ২০২৩ খ্রি. মাসের মাসিক ও ২য় ত্রৈমাসিক (এপ্রিল-জুন/২০২৩) মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে মো জুবায়েল খানের হাতে সম্মাননা তুলে দেন ময়মনসিংহ রেন্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস,জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর, জনাব মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম-সেবা পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা,জনাব মোঃ কামরুজ্জামান, বিপিএম ,পুলিশ সুপার, শেরপুর জেলা,জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা, জনাব খন্দকার খালিদ বিন নূর কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,জনাব জান্নাত আফরোজ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য, নেএকোনা জেলার হাওড়বেষ্টিত মদন উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান মো জুবায়েল খান। বিগত সময়ে জামালপুর জেলার সীমান্তবর্তী বকশীগঞ্জ থানায় দীর্ঘ চার বছর চাকরি করেন। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে, অপরাধ নির্মূলে কাজ করে গেছেন। অর্জন করেছেন জামালপুর জেলা পুলিশ কর্তৃক একাধিকবার সম্মাননা। চুরী হওয়া ও হারোনা ২ শতাধিক মোবাইল ফোন উদ্ধারের মধ্য দিয়ে তিনি অল্পদিনেই বকশীগন্জ উপজেলার হাজার হাজার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতিক হিসেবে খ্যাতি অর্জন করেন।

বিশেষ করে পিকনিক মৌসুমে জামালপুর জেলার একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র গারো পাহাড় বেষ্টিত লাউ চাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা স্বার্থে দিনরাত দায়িত্ব পালন করেন। গারো পাহাড়ী এলাকায় এক সময় ছিনতাই কারীরা পর্যটকদের মালামাল টাকা-পয়সা কেড়ে নিতো পাহাড়ের ভিতরে ঘুরে বেড়াতে গেলে। জুবায়েল খানের প্রচেষ্টায় ছিনতাইকারী এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।

মাদকের বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকাগুলোতে কাজ করেন তিনি, উদ্ধার করেন বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের। বর্তমানে তিনি শ্রীবরদী থানায় দায়িত্ব পালন করে আসছেন। সুযোগ্য ওসি বিপ্লব কুমার বিশ্বাসের দিকনির্দেশনা অনুসরণ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা পুলিশ কর্তৃক মাসিক অপরাধ দমন সভায় জেলার শ্রেষ্ঠ এ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কর্মকর্তা হিসেবে একাই দুটি পদে সম্মাননা অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।