• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতার উদ্বোধন

শেরপুরের নকলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা শুরু হয়।

মঙ্গলবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া উম্মুল বানিন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমীক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরঞ্জিত কুমার বণিক, উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মো. বজলুর রশিদ, তবলা প্রশিক্ষক অশ্রুজিৎ পোদ্দার ও তবলা প্রশিক্ষক আশীষ কুমার দাসসহ উপজেলা শিক্ষা অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, অভিভাবকগন, অগণিত দর্শক-শ্রুতা উপস্থিত ছিলেন।

বুধবার (১২ জুলাই) বিকেলে সকল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।