• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নেত্রকোণায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নেত্রকোণায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবা হলেন, আবুল হাসেম ওরফে আলাউদ্দিন (৪৫) এবং ছেলে বনি আমিন (১২)। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কামারউড়া গ্রামের বাসিন্দা।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের ছেলে আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) তার স্ত্রী ও ২ ছেলে এবং ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

সিএনজিটি বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় পৌঁছলে নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছেলে বনি আমিন নিহত ও অন্য যাত্রীরা মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাবা আবুল হাশেম ওরফে আলাউদ্দিন মারা যান।

আহত স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তারকে (২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে নাম রেজিস্ট্রি না করেই পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।