• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

আবারও হার ব্রাজিলের, ৮ বছর পর জুটলো যে লজ্জা

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ব্রাজিল। আগের ম্যাচে দুর্বল গিনির বিপক্ষে জিতলেও, গতকাল রাতে আফ্রিকার আরেক দেশ সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

ফিফা প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে এই হারে অন্য এক লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।
২০১৫ সালের পর এই প্রথম দুই বা ততোধিক গোলের ব্যবধানে হারলো সেলেসাওরা। সেবার চিলির কাছে ০-২ গোলে হেরেছিল দলটি। এদিকে, ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর কখনো চার গোল হজম করেনি ব্রাজিল। তবে গতকাল সেই অভিজ্ঞতাও হয়ে গেল তাদের।

লিসবনের এস্তাদিও জোসে আলবালাদেতে ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। লুকাস পাকেতার গোলে লিড নেয় তারা। এরপর দলকে পেনাল্টি এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিএআরে দেখা যায় ভিনি বক্সে ফাউল হওয়ার আগে বিল্ডআপে অফসাইড হয়। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। এরপরেই জাদু শুরু সেনেগালের।

আফ্রিকার চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরে ২২ মিনিটে। বক্সে আসা ক্রস ব্রাজিল ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে জোরালো ভলিতে ব্যবধান ১-১ করেন হাবিব দিয়ালো। বিরতির পর ব্রাজিলকে রীতিমতো চমকে দেয় আলিউ সিসের শিষ্যরা। তিন মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় সেনেগাল। ৫২ মিনিটে মার্কুইনোসের আত্মঘাতী গোলের পর সাদিও মানে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।

নিজেদের জালে বল পাঠানো মার্কুইনোস শাপমোচন করেন ৫৮ মিনিটে। এবার তিনি দলের পক্ষে গোল করলে ম্যাচে ফেরার আশা জাগায় ব্রাজিল। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। তিনি বক্সের মধ্যে নিকোলাস জ্যাকসনকে ফেলে দিলে পেনাল্টি পায় সেনেগাল। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে মানে সেলেগালের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ে ব্রাজিলের বিপক্ষে অপরাজেয়ই থাকলো আফ্রিকার অদম্য সিংহরা। এর আগে, ২০১৯ সালে প্রথম দেখায় সেলেসাওদের ১-১ গোলে রুখে দিয়েছিল সানে-কুলিবালিরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।