• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন কামারেরচর ইউনিয়ন

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনাল খেলায় লছমনপুর ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কামারেরচর ইউনিয়ন একাদশ।

ফাইনাল খেলার প্রথমার্ধে ১ গোল দিয়ে লছমনপুর ইউনিয়ন একাদশ এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে কামারেরচর ইউনিয়ন একাদশ। দ্বিতীয়ার্ধে কামারেরচর ১ গোল করে খেলায় সমতা ফেরালে ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়। পরে টাইব্রেকারে কামারেরচর ইউনিয়ন ৪-৩ গোলে লছমনপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অসাধারণ নৈপূণ্যের জন্য খেলায় ম্যান অবদি ম্যাচ হয়েছেন কামারেরচরের গোলরক্ষক সানজিদ।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম মিজান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।