• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শিগগিরই যাত্রা শুরু করবে বাংলাদেশের তৈরি বিমান : এয়ার চিফ মার্শাল

বিমান বাহিনীর নবীন কমিশন প্রাপ্ত অফিসারদের পেশাগত দক্ষতার পাশাপাশি ন্যায়ের পক্ষে শৃঙ্খলা মেনে চলার আহবান জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

তিনি বলেন, বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা ও অন্যান্য দেশে মানবিক সাহায্য প্রেরণে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় বহন করছে।

শেখ হান্নান বলেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ বিমানবাহিনীর তৈরিকৃত বিমান।

বুধবার (১৪ জুন) রৌদ্রোজ্জ্বল সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় ৮২তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই মূলমন্ত্রে দেশের আকাশ সীমানাকে শত্রুমুক্ত রাখার শপথ গ্রহণ করে এক ঝাঁক মেধাবী তরুণ। এসময় কুচকাওয়াজের মধ্য দিয়ে ৬ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ২২ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে নবীন ক্যাডেটদের পেশাগত দক্ষতার পাশাপাশি ন্যায়ের পক্ষে শৃঙ্খলা মেনে চলার আহবান জানান বিমানবাহিনীর প্রধান।

আব্দুল হান্নান জানান, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সক্ষমতা বাড়াতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ বিমানবাহিনীর তৈরিকৃত বিমান। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় এরোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।