• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

তীব্র দাবদাহে বগুড়ার সড়কে পুলিশের বিশুদ্ধ পানি সরবরাহ

তীব্র দাবদাহ প্রশমনে বগুড়ায় সাধারণ জনগণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে জেলা পুলিশ। রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।

শুধু তাই নয় তীব্র এই গরমের মাঝে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে সড়কে নিজে উপস্থিত হয়ে বিরামহীনভাবে সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্যে প্রয়োজনীয় পানীয় ও উপাদান তুলে দিয়েছেন এসপি সুদীপ চক্রবর্ত্তী যা অধঃস্তন পুলিশ সদস্যদের জন্যে ছিলো এক পরম প্রাপ্তির।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন, চলমান তীব্র দাবদাহে কর্মজীবী মানুষেরা তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং পথের ধারে অনেক সময়ই সুপেয় পানিও পাননা অনেকে। পথচারী মানুষদের তৃষ্ণা মেটাতে জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে যেন সকলে নির্বিঘ্নে বিশুদ্ধ পানি পান করতে পারেন। পাশাপাশি পুলিশ সদস্যরা প্রচন্ড রোদে হাইওয়ে সড়কসহ শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে থাকেন। তারাও এই বিশুদ্ধ পানি পান করবেন। এজন্য জেলা পুলিশ এখন থেকে গরমের কয়দিন প্রতিদিন এই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবে। শুধু সাতমাথা নয় শহরের দত্তবাড়ী ও চারমাথাতেও বিশুদ্ধ পানি সরবরাহের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনউজ্জামান, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।