• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

টেকসই খনন দাবীতে ব্রহ্মপুত্র নদের তলদেশে হাটুপানিতে দাঁড়িয়ে নাগরিক আহাজারি

বৃহত্তর ময়মনসিংহের দুই কোটি মানুষের লাইফ লাইন ‘ব্রহ্মপুত্র আমার জীবন, আসুন ব্রহ্মপুত্র কে বাঁচাই’ এই স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে ৯ জুন শুক্রবার সকাল ১১টায় কাচারি ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তলদেশে হাটুপানিতে দাঁড়িয়ে অনুষ্ঠিত হয় নাগরিক আহাজারি ও মানববন্ধন।

নাগরিক আন্দোলনের দাবিগুলো হচ্ছে নদকে ‘খাল’ বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে, সকালে ও বিকালে ঢাকা থেকে ময়মনসিংহ রেলপথে ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে হবে, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, বাসা বাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু করতে হবে, ময়মনসিংহ শহরকে যানজট মুক্ত করতে হবে, ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ রেল লাইন স্থাপন করতে হবে, তিন হাজার শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে হবে, অবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু করতে হবে, শহরের মাঝখানের রেললাইন ফ্লাইওভার করে বর্তমান রেল লাইনের স্থানে কৃষি বিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহর সড়ক নির্মাণ করতে হবে, শহরের মাঝখান থেকে বাসস্ট্যান্ড সরাতে হবে, শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজেপি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাঁধ এর পাশ দিয়ে সম্পূর্ণ নতুন ১০ লেনের সড়ক নির্মাণ করতে হবে।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম ও সহ- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনের সঞ্চালনায় ব্রহ্মপুত্র নদ বাঁচাতে নাগরিক আন্দোলনের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহম্মদ, শাহ সাইফুল আলম পান্নু, কাউন্সিলর আনোয়ারা খাতুন, শংকর সাহা, মিজানুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শহিদুর রহমান শহীদ, খন্দকার ফারুক আহমেদ, ইবনুল সাঈদ রানা, এমএ কুদ্দুস, মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিক, আব্দুল কাদের চৌধুরী মুন্না, অধ্যক্ষ নুরজাহান পারভীন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, খন্দকার সুলতান আহমেদ, বুলবুল আহমেদ, অ্যাডভোকেট শামিমুল আজম খান লিসন ও মোহাম্মদ আতাউর রহমান, স্বাধীন চৌধুরী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।