• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সাকসেসফুল মানুষের সংজ্ঞায় আমরা ভুটানের নিচে__

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্নীতি দমনে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জামালপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুর্নীতি দমন (দুদক) কমিশনার জহুরুল হক বলেন, জাতিসংঘের সাকসেসফুল মানুষের সংজ্ঞায় বলা হয়, যে ব্যাক্তি তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা অর্থাৎ মৌলিক চাহিদা মিটায় কিন্তু আর চাইনা সেই ব্যাক্তি হচ্ছে সাকসেসফুল।

এই সংজ্ঞায় আমরা এত তলানিতে যে আমরা ভুটানের নিচে। আমাদের ভিআইপি সিআইপি সবাই শুধু চাই আর চাই। এ কারণেই আমাদের দেশে দুর্নীতি সহজে কমেনা।

এসময় তিনি আরো বলেন, সবাই যদি যার যার জায়গায় সঠিক থাকি তাহলেই দুর্নীতি দমন হবে। দুর্নীতি দমনে দুদকের ভূমিকা নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে কমিশনার জহুরুল হক বলেন, আমরা আমাদের এখতিয়ারের মধ্যে কাজ করি, এখতিয়ারের বাইরে কিছু করা যায়না। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করি।

উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দুদকে সুনির্দিষ্ট অভিযোগ দিবেন। গড়পড়তা অভিযোগ দিলে কাজ করা সম্ভব না।

তিনি বলেন, এ পর্যন্ত ঘুষ দুর্নীতির অভিযোগে অসংখ্য সরকারি কর্মকর্তা শাস্তির মুখে পড়েছেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা করার আহবান জানিয়ে বলেন, সঠিকভাবে ব্যবসা করুন, কোন অন্যায় করবেন না। আপনাদের ভয়ের কিছু নেই। আলোচনা শেষে গণশুনানি শুরু হয়। জামালপুর সদর উপজেলার সকল সরকারি, আধা-সরকারি অফিসের প্রধানগণ এবং অভিযোগকারীরা এসময় উপস্থিত থেকে গণশুনানিতে অংশ নেয়। গণশুনানিতে নূরে আহমেদ নামে এক সার্ভেয়ার এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনেন ইসমাইল নামে এক কৃষক। দু’পক্ষের বক্তব্য শুনে নূরে আহমেদ এর বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের নির্দেশ দেন কমিশনার। সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের রাশেদা নামে এক নারীকে সাত লক্ষ বাহাত্তর হাজার টাকায় ভুয়া কাগজপত্রে জমি কিনে দিয়েছে হেলাল নামে এক সরকারি কর্মচারী।

রাশেদা প্রতারিত হয়েছে বলে মন্তব্য করে ভূমি কর্মকর্তা কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন দুদক কমিশনার জহুরুল হক।মুক্তিযোদ্ধার সন্তান সাজেদা বেগম কে একটা জমির বিষয়ে ২৩ বছর ধরে হয়রানির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন কমিশনার। সবচেয়ে বেশী ভূমি সংক্রান্ত ৯ টি অভিযোগের শুনানি করা হয়। এতিমের টাকা আত্মসাত সংক্রান্ত একটি বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন প্রেরণ করতে নির্দেশ দেন কমিশনার।

ডিসি অফিস এর নৈশপ্রহরী সেলিম এর নিকট থেকে তার সন্তানকে চাকরি দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ বকশীগঞ্জ ইউএনও অফিসের কর্মচারী হেলাল এর বিরুদ্ধে, প্রমাণ সাপেক্ষে হেলাল কে চাকুরীচ্যুত করার নির্দেশ দেন দুদক কমিশনার।

সহকারী সেটেল্টমেন্ট অফিসার শাসমুল আলম ভূইয়ার নামে সুনির্দিষ্ট একাধিক অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহনের নির্দেশ এবং সেটেল্টমেন্ট অফিসার কে তিরস্কার করেন দুদক কমিশনার। শামসুল আলমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ এবং সম্ভব হলে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। ঘুষ দাবি করায় পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এসময় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শফিকুর রেজা বিশ্বাস এবং দুদক জামালপুর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।