• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে বেতন-ফি’র টাকা না পেয়ে স্কুল ছাত্রী এবং হতাশাগ্রস্থ্য যুবকের আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে বেতন-ফি’র টাকা না পেয়ে স্কুল ছাত্রী এবং অভাব অনটনে হতাশাগ্রস্থ্য ভ্যান চালক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। গত চব্বিশ ঘন্টায় সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী মোঃ লাল মিয়ার কন্যা আফরিনা আক্তার লাবনী (১৪) রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেঘলা শাখা’র শিক্ষার্থী। অর্ধবার্ষিক পরীক্ষার বেতন-’ফি বকেয়া থাকায় তাকে রোদে দাড় করিয়েসহ কটুক্তি করা হয় বলে জানাগেছে। পিতা মাতার নিকট স্কুলের বেতন না পেয়ে গত ৫ জুন সকালে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

লাবনীর পিতা লাল মিয়া ও মাতা ফাহিমা বেগম কান্নাবজড়িত কন্ঠে বলেন, চলতি মাসের ৭ তারিখে তার অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। স্কুলের বেতন-ফি বাবদ ২ হাজার ২ শ টাকা বকেয়া। অভাবের সংসারে ১১০০ টাকা কষ্টেচিষ্টে জোগাড় করে রাখি। ঘটনার দিন সকালে মেয়েকে এই অর্ধেক টাকা দিলে লাবনী অপমানের ভয়ে অভিমান করে ঘরের দরজা লাগিয়ে দেয়। সকাল ১০টার দিকে সাড়া না পেয়ে ধাক্কাদিয়ে ঘরে ঢুকে মেয়েকে ঘর্নার সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন বলে গনমাধ্যমকে জানান। শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

অপরদিকে, অভাবের তাড়নায় হতাশাগ্রস্থ্য ভ্যান চালক মোঃ সেলিম মিয়া (২৭) গলায় গরুর দড়ি পেচিঁয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের কোরানি মধ্য পাড়া এলাকার সুরুজ মিয়ার পুত্র সেলিম ৬ জুন (৬ জুন) সকালে খোলা মাঠের মাঝে গাছের ডালে আত্মহত্যা করেছে। সংসারের অভাব অনটনের কারনে হতাশাগ্রস্থ্য ভ্যান চালক সেলিমের আত্মহননের ঘটনা বলে মন্তব্য করেছেন গ্রামের সামিউল হাসান। সংবাদপেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোন শিক্ষার্থীকে কোন চাপ দেওয়া হয় না। শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোন ঘটনার কারনে ঘটেছে বলে তিনি জানান।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।