• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ী যমুনায় গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল ইসলাম (২৫) নামেরন এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) সকালে পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ৫নং পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ হাট এলাকার মৃত মুনসের এর নাতি রাজমিস্ত্রী নাজমুল ইসলাম (২৫) সকাল সাড়ে ৬টায় বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। নানী ছহিতন বেওয়া বলেন, নদীতে গোসল করার সময় আমি দাড়িয়েছিলাম। ডুব দেয়ার পর কয়েক মিনিট কেটে গেলে নাজমুলকে চিৎকার করে ডাকদেন। সে তীরে না উঠলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ডুবে যাওয়া স্থানে তাকে খুজতে থাকে।

সংবাদ পেয়ে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নাজমুলকে উদ্ধারের চেষ্টা করছে। তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হন। নাজমুল ভূয়াপুরের নলিন এলাকার মৃত লাল মিয়ার পুত্র বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ উৎকন্ঠা নেমে আসে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিখোঁজের সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।