• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

যুবকদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

যুবকদের হাতে-হাতে কোদাল। ভাঙা সড়ক সংস্কারকরণের কাজ চলছে। কেউ ট্রলি গাড়ি হতে মাটি নামাচ্ছে, কেউবা মাটি ভরাট করছে। বুধবার (৩১মে) দুপুরে এমন দৃশ্য দেখা গেছে শেরপুর সদরের চরশেরপুরে ইউনিয়নের যোগিনীবাগ এলাকার গ্রামীণ সড়কে।

স্বেচ্ছাসেবী যুবকরা জানায়, যোগিনীবাগ পূর্বপাড়া জামে মসজিদ হতে রামকৃষ্ণপুর সংযুক্ত রাস্তা বৃষ্টির পানিতে ঢলে ২০১৮ সালে ভেঙে যায়। এতে এলাকার শতাধিক পরিবার দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন ধরে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ওই সংস্কারের উদ্যোগ এলাকার যুবকরা।

বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, এলাকার বাসিন্দা হারুন অর-রশিদ, আঃ সাত্তার, ইব্রাহিম খলিল, রনি আহম্মেদ, ফজল শেখ, রাজু মিয়া, সিডি সুমন (সুপালী), রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, সিরাজুল হক, জুয়েলসহ ২৫-৩০ জন তরুণ-যুবক মিলে রাস্তা মেরামতের কাজ করছে। বস্তাতে মাটি ভরে ভেঙ্গে যাওয়া রাস্তায় দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা।

রনি আহমেদ বলেন, অতিবৃষ্টিতে স্থানীয় ‘জনতা যুব সড়ক’টি প্রায় ৩’শ ফিট ভেঙে পাশের পুকুরে চলে যায়। এমন পরিস্থিতিতে চলাচল বন্ধ হয়ে ওই এলাকার শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েন। ২০১৮ সালের পর থেকে সংস্কারের কেউ উদ্যোগ নেয়নি। উপায় না পেয়ে স্থানীয় যুবকরা মুরুব্বিদের পরামর্শে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়।

স্থানীয় যুবক জাকারিয়া হোসেন জানান, ওই সড়ক দিয়ে স্থানীয়রাসহ বিভিন্ন এলাকার লোকজন মানুষ চলাচল করে। প্রতিদিন রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল যাতায়াত করত। কিন্তু সড়ক ভেঙ্গে যাওয়ায় এসব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত হওয়ায় সাময়িকভাবে চলাচল স্বাভাবিক হবে। এতে এ পথে চলাচল স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষার্থী, স্থানীয় মসজিদের মুসল্লীরা, হাটের পথচারীরা উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।