• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরে ২ ঘন্টায় কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে

আজ রবিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে ২৭ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে জামালপুরে। জামালপুর পৌর শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ জেলা শহরের বাইরেও কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে। একাধিক কুকুর কামড়িয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ সকাল সাড়ে দশটা বারোটার মধ্যে ২৭ জন কুকুরে কামড়ানো রুগী হাসপাতালে এসে চিকিৎসা নেয়। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী এসব রোগীর বেশীরভাগ পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার, এছাড়া শহরের একাধিক এলাকার রোগীও চিকিৎসা নিতে আসে। জানাগেছে, জামালপুর জেলা সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাক্সিন (ARV) নাই তবে RIG( Rabies immune Globulin) ইনজেকশন আছে।

জরুরী বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম রাজিব বলেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই, তবে রোগীদের আরআইজি দেওয়া হয়েছে।

আমরা যেহেতু জানিনা যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি-না এবং প্রত্যেকের শরীরে ক্ষত নিয়ে এসেছে তাই তাদেরকে আরআইজি দেওয়া হয়েছে। কারও পায়ে,কারও হাতে এবং কারও শরীরে কুকুরের কামড় দেখা গেছে।

সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এসময় তিনি পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল কে সচেতন হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য আহবান জানান।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান, কুকুরের ভ্যাকসিনেশন সহ অতি দ্রুত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।