• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

‘উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন এমপি’

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক। শুক্রবার (২৬ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শ্রমিকলীগ ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখা কমিটির পরিচিত সভায় এ তিনি আহ্বান করেন।

তিনি বলেন, সারা দেশে বর্তমান শেখ হাসিনা সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রতিটি ইউনিয়নে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান ভবন গড়ে দিয়েছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক উন্নয়ন করেছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এসব উন্নয়ন ধরে রাখতে আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার উদাত্ত আহবান জানান তিনি।

জাতীয় শ্রমিকলীগ সদর ইউনিয়ন শাখা কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিক। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব শাহজাহান বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিখা রাণী অধিকারী প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।