• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা

শেরপুরের ঝিনাইগাতীর প্রাণ কেন্দ্রে অবস্থিত উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সমিতির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ।

বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা সমবায়ী অফিসার রুকনুজ্জামান, ওসি তদন্ত আবুল কাশেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনজুরুল হক, প্রাজ্ঞল সাংমা সহ আরো অনেকেই বক্তব্য রাখেন ।

এ সময় প্রধান অতিথি ফারুক আল মাসুদ বলেন, সমবায়ীর মধ্যদিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। বৃহৎ আর্থিক এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে সমিতির আরো সচ্ছতা জবাবদিহিতা বজায় রাখার জন্যে কমিটির প্রতি আহবান রাখেন।
এসময় তিনি সমিতির মাধ্যমে তৃনমূল থেকে অসহায় হত দরিদ্ররা অনেকেই স্বাবলম্বী হয়েছে জেনে আনন্দিত হয়ে দেশ ও সমাজ সহ প্রাকৃতিক দুর্যোগ সময়ে ভূমিকা রাখার আহবান জানান।

সমিতির আয় ব্যয় হিসাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বক্তব্য রাখেন । পরে সদস্য/সদস্যাদের মাঝে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়ে বিজয়ীদের মাঝে পরুস্কার বিতরণ করা হয়। বার্ষিক সাধারণ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী সহ সমিতির ৫ সহশ্রাধিক সদস্যরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।