• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নারী কয়েদির আত্মহত্যা

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মোছা. ফারজানা খাতুন (২২) নামের এক নারী কয়েদি আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ মে) দুপুর পৌনে ২টার দিকে কারাগারের ভেতরে টিনের ঘরের পেছনের অংশে এ ঘটনা ঘটে।

ফারজানা খাতুন জামালপুরের সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফারজানা জামালপুর জেলা কারাগারের আসামি। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার হাত ও পায়ে প্লাস্টার করা ছিল। তার চিকিৎসা চলছিল। আজ দুপুরের দিকে জেলখানার ভেতরে চালা ঘরের পেছনের অংশে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দাম্পত্য কলহের জেরে ফারজানা খাতুন গত ৮ এপ্রিল নিজের আড়াই বছর বয়সী মেয়ে রিয়া মনিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে। হত্যার পরের দিন পুলিশ তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা কারাগারে পাঠায়। ওই আসামি কারাগারে যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।