• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গাইবান্ধায় ইউপি সদস্য কর্তৃক বিধবা মহিলাকে মারপিট করায় থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সেলিম রেজার বিরুদ্ধে ভিজিডি চাউলের কার্ড, শিশু ভাতা সহ অন্যান্য ভাতা করে দেয়ার কথা বলে অভিযোগকারী মমেনা বেগম সহ ২৫/৩০ জন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

নির্ধারিত সময়ে অভিযুক্তদের কোন প্রকার কার্ড না দেওয়ায় তারা টাকা ফেরৎ চাইলে ইউপি সদস্য সেলিম রেজা করিয়াটা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মমেনা বেগমকে মারপিট করে এবং অন্যান্যদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে।

এ ব্যাপারে মমেনা বেগম বাদী হয়ে ৮ মে-২০২৩ পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

উল্লেখ্য যে, মামুনি বেগমের নিকট শিশু ভাতার কথা বলে ৫ হাজার টাকা, সালমা বেগমের নিকট হতে একই ভাতার কথা বলে ৫ হাজার, লাভলী বেগমের নিকট ৫ হাজার, সুমি বেগমের নিকট ৫ হাজার, সাবনুর বেগমের নিকট ৫ হাজার, হাসনা বেগমের নিকট ৫ হাজার, জান্নাতি বেগমের নিকট ৫ হাজার এবং ভিজিডিথর কার্ড ও ১০ টাকা কেজির চালের কার্ড করে দেয়ার কথা বলে হালিমা বেগমের নিকট ২ হাজার, মমেনা বেগমের নিকট ৮ হাজার, ইসনা বেগমের নিকট ৬ হাজার টাকা সহ আরো ১৫/২০ জনের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে ভূক্তভোগীরা গত ৩ মে-২০২৩ তারিখে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগ দাখিলের পর থেকেই সেলিম মেম্বার ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে বলে ভূক্তভোগীরা সাংবাদিকদের জানান। তাই ভূক্তভোগীরা উক্ত ইউপি সদস্যের রোষানল হতে বাঁচার জন্য পূনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি বলেন ইউপি সদস্য সেলিম রেজার বিরুদ্ধে একটি লেখিত অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।